দল ছাড়তেই গদ্দার আখ‍্যা দিয়ে পড়লো পোষ্টার প্রাক্তন তৃণমূল বিধায়কের নামে

3rd February 2021 11:01 am রাজ‍্য
দল ছাড়তেই গদ্দার আখ‍্যা দিয়ে পড়লো পোষ্টার প্রাক্তন তৃণমূল বিধায়কের নামে


নিজস্ব সংবাদদাতা ( দঃ ২৪ পরগণা ) : দল ছেড়ে অন‍্য দলে যোগ দিতেই বিধায়ককে গদ্দার আখ‍্যা দিয়ে পড়লো পোষ্টার একাধিক । ডায়মন্ডহারবার এর তৃণমূল বিধায়ক দীপক হালদার তৃণমূল ত‍্যাগ করে যোগ দিয়েছেন বিজেপিতে । হাওড়ার ডুমুরজলার পর দঃ ২৪ পরগনার বারুইপুরে একসাথে সভা করেছেন প্রাক্তন তৃণমূল নেতা দুই প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজীব ব‍্যানার্জী । বিজেপি নেতা সায়ন্তণ বসু " রাম লক্ষণ " বলে অভিহিত করেছেন তাদের প্রকাশ‍্য জনসভা মঞ্চে দাঁড়িয়ে । বারুইপুরে সেই রাম লক্ষণের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন দীপক হালদার । আর তারপরেই অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায় এর লোকসভা কেন্দ্রের আওতাধীন ডায়মন্ডহারবার বিধানসভার দলত‍্যাগী তৃণমূল বিধায়ককে কটাক্ষ করে একাধিক পোষ্টার পড়লো ডায়মন্ডহারবার এলাকাজুড়ে । জনবহুল এলাকা বাজার , রাস্তার ধার , জেটি ঘাট সংলগ্ন এলাকায় ডায়মন্ডহারবার নাগরিকবৃন্দের পক্ষ থেকে লাগানো হলো রঙীন পোষ্টার । " ডায়মন্ডহারবার এর পবিত্র মাটিকে কলূষিত করার জন‍্য গদ্দার বিধায়ককে ধিক্বার জানাই " , " দশ বছর তৃণমূল কংগ্ৰেস দলের সব সুবিধা ভোগ করার পর দল পরিবর্তন কেন গদ্দার বিধায়ক জবাব দাও " এ ধরনের একাধিক পোষ্টার লাগানো হয়েছে এলাকায় । অবশ‍্য বিজেপি নেতৃত্ব এসবে আমল দিতে নারাজ । ২৪ ঘন্টা আগেও যার বিরুদ্ধে কোনো অভিযোগ তৃণমূল এর বলতে শোনা যায় নি , দল পরিবর্তন করতেই সে গদ্দার হয়ে গেল দুর্নীতির অভিযোগ ? এসব মানুষ বিশ্বাস করে না । 





Others News

বাংলা সাহিত‍্য জগতে ফের নক্ষত্র পতন : চলে গেলেন বুদ্ধদেব গুহ

বাংলা সাহিত‍্য জগতে ফের নক্ষত্র পতন : চলে গেলেন বুদ্ধদেব গুহ


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : আবারো নক্ষত্র পতন বাংলা সাহিত‍্য জগতে । দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন প্রখ‍্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ । মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর । গতকাল গভীর রাতে একটি বেসরকারী চিকিৎসাকেন্দ্রে প্রয়াত হন তিনি । বুদ্ধদেব গুহ'র প্রয়াণে শোকস্তব্ধ বাংলার সাহিত‍্য জগৎ । শোক প্রকাশ করেছেন বহুজন । চলতি বছরের এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি । সেই যুদ্ধ জয় করে ফিরলেও অবশেষে হার মানতেই হল । হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন প্রখ‍্যাত সাহিত‍্যিক বলে হাসপাতাল সুত্রে খবর । " জঙ্গলমহল" , " মাধুকরী" , " কোজাগর" , বাবলি সহ একাধিক উপন‍্যাস এর স্রষ্টা চলে গেলেন না ফেরার দেশে । ১৯৭৭ সালে আনন্দ পুরস্কারে সম্মানিত হন তিনি । লেখার পাশাপাশি ভালো গান ও গাইতে পারতেন বুদ্ধদেববাবু ।